
কুমিল্লার খাদি বাংলাদেশের এক গৌরবোজ্জ্বল ঐতিহ্যের নাম। বিংশ শতাব্দীর শুরুতে মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনের সময় বিদেশী পণ্য বর্জনের ডাকে এই শিল্প ব্যাপক জনপ্রিয়তা পায়। তুলার চরকা থেকে সুতা কেটে হাতে চালানো তাঁতে এই কাপড় বোনা হয়। ঐতিহাসিকভাবে 'খাদ' বা গর্তে বসে এই কাপড় তৈরি হতো বলে এর নাম হয়েছে 'খাদি'। বর্তমানে এটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। আরামদায়ক ও টেকসই হওয়ায় খাদি দেশজুড়ে দারুণ চাহিদা রয়েছে।
28

